বেলাশেষে আজো অস্তরাগের মোহিনী মায়ায়,
মনভোলানো ইশারাতে সে আমাকে
হাতছানি দিয়ে আমন্ত্রণ জানায়,
লাজুক হাসিটি রক্তিম ওষ্ঠে ঠিক
আগের মতোই ঝুলে।
নদী যেমন আবেগ প্রমত্তা হয়ে
সাগরের বুকে ঢেউ তুলে,
স্থির বিশ্বাসে আমার বুকেও অমনি
নিবিড় ভালোবাসার ঢেউ।
পশ্চিমের আলোয় মাখামাখি সাঁঝ বেলাছাড়া
এই প্রেমের উপাখ্যান আর জানেনা কেউ,
কথাকলি মেঘ মুচকি হেসেছিলো কিছুটা আঁচ করে ,
দারুচিনি দ্বীপের সেই মধু যামিনীর স্মৃতি
আজো রয়েছে হৃদয়- ঘরে।
আঁচল দিয়ে লজ্জায় ঢাকা মুখ
আজো চিরভাস্বর হয়ে আঁকা বুকে,
নীলাঞ্জনা ! দারুচিনি দ্বীপ! আমাকে প্রতিনিয়ত
উজ্জীবিত রেখেছে স্মৃতিসুখে।