মুখোশে আড়াল রেখেছ মুখ
দরপরদায় দরদালান
ঘর ও বাড়ীর দরজা জানালা
হাহাকার লুকোবে কোথায় !
ভবিষ্যৎ একদিন সামনে দাঁড়াবে এসে
মুখোমুখি
সেদিন তার আপাদমস্তক ঝাঁকিয়ে ঝাঁকিয়ে
দু’হাতে সজোরে নাড়ালেও
সে পড়বে না ঝুঁকে
ভেঙেও পড়বেনা কিছুতেই
বরং ভেঙে পড়বে তুমিই বারবার
তোমার ভাবনা ও কল্পনার ভবিষ্যতের সাথে
মুখোমুখি এসে দাঁড়ানো ভবিষ্যতের সাথে
কোনও মিল নেই দেখে
এটাই অনিবার্য পরিণতি
এভাবেই স্বপ্ন ভঙ্গ হয়,আবিল করে মন
পাথুরে বর্তমানকে অতিক্রম করতে না পারলে
ভবিষ্যতের দিকে পা রাখা যায় না
আসলে বাস্তব অভিজ্ঞতাই
আমাদের দায়বদ্ধ হতে শেখায়
আর মাথা উঁচু রাখে
এই দায়বদ্ধতাই ।