তুমি অভিমান করতেও শেখোনি
মনখারাপের মেঘ তোমাকে আচ্ছন্ন করে ফ্যালে শুধু
সেই আচ্ছন্নতার মুখ ভার আবেশ নিয়ে
বিষাদ আঁকছ তুমি
স্মৃতির তীক্ষ্ণ আঁচড় কাটবে বলে
কিছু কিছু চুপকথা তোমাকে দীর্ঘ রোমাঞ্চের মতো
অসম্ভব ঘিরে ধরে
আর শিহরণে শিহরণে উন্মাদ করে
অতঃপর নির্জন স্বরলিপি থেকে নিঃসৃত অক্ষর জুড়ে
নেমে আসে সম্পর্কের গভীর মর্মর
আসলে অভিমান দু’মুখি না হলে
স্রোতের নিভৃত টানে ভেঙে যায় সব আড়াল
সম্পর্কের পাশে নতুন স্বপ্ন এসে দাঁড়ায়
আর সময় ভেঙে ভেঙে এগিয়ে যায়
পড়ে থাকে পথের ধুলোয় হাওয়ার নিবিষ্ট দাগ ।