আনাচে-কানাচে সন্ত্রাসের আঁতুড়ঘরে মৃত্যুর
ভয়ানক উঁকিঝুঁকি!
শহীদের সার সার শবগুলোয় মানবিকতার
বুক-ফাটা আর্তনাদ।
গড়িমসির নাকখতে চৌখস সতর্কতার কাছে
কাম্য, উপত্যকার সর্বত্র শুধুই সম্প্রীতি।
কফিনবন্দী সেনাদের অশ্রূত আবেদন,
বীভৎসতায় আর নয় চরম গতি।
কুরবানির ভয়াবহ আখ্যানে যেন বন্য
পশুদের তাণ্ডবে অভিশাপের ছড়াছড়ি!
মোমের আলোয় উত্থান হোক্ অন্তরে
শান্তির আবাহন,
আকুতির সরণিতে ভয়ের মৌচাক ভেঙ্গে
স্বপ্নে ভাবি, মহাপ্রস্থান-পথে ভূস্বর্গের দাহন।
(কবিতাটি শহীদ বীর জোয়ানদের প্রতি নিবেদিত ।)