জীব চেতনায় ভরুক আলো
প্রাণে জাগুক নব আশা,
সকল কলুষ যাক ঘুচে যাক
থাকুক শুধুই ভালোবাসা।
উদয় আকাশে নবীন প্রভাত
আনুক প্রেমের অমীয় ধারা,
দিকে দিগন্তে খুশির আবেশে
হোকনা ভুবন পাগল পারা।
জীব চেতনায় ভরুক আলো
প্রাণে জাগুক নব আশা,
সকল কলুষ যাক ঘুচে যাক
থাকুক শুধুই ভালোবাসা।
উদয় আকাশে নবীন প্রভাত
আনুক প্রেমের অমীয় ধারা,
দিকে দিগন্তে খুশির আবেশে
হোকনা ভুবন পাগল পারা।