বদলে যাওয়া সময়ের রাজপথ ধরে,
এলাম সমুদ্রের কাছে,
মন আজ পানসি,
অতীতের জমে থাকা দুঃখ
জমা দিলাম বালুতটে,
বর্তমান হল ঢেউ,
ভালোবাসার পূর্ণতা আজ প্রকৃতিতে,
সব গ্লানি আজ মুক্ত।
মুখ থুবড়ে পড়ে থাকা অপরাজিতা গাছটাও
ফুলে পরিপূর্ণ।
কোনো পূজারির অপেক্ষায়,
সব ফুল উজাড় করে দেবে
তার ডালিতে,
চুমিতে পরমাত্মার চরণ।