দৃশ্য জোড়ে , দৃশ্য পোড়ে , দৃশ্য টানে গুণ
শুধু তোর কন্ঠে বিপাশার ভৈরবী ধুন ।
শব্দ ওড়ে , শব্দ ঘোরে , শব্দে মরুভূমি
শুধু তোর চক্ষে মালিনীর মেঘেরা আভূমি ।
দুঃখ জ্বলে , দুঃখ গলে , দুঃখ দূরগামী
স্বপ্ন সুখ তোর পাশে , বসন্ত অনামী !
মৃত্যু দূরে , মৃত্যু কাছে , মৃত্যু সংসারী
শুধু তোর মায়া শরতের সুধা সঞ্চারী ।
জন্ম নাচে , জন্ম বাঁচে , জন্ম দরকারি
শুধু তোর ছায়া পেতে পেতে সূর্যে যেতে পারি !