তুমি যখন আমায় নাম ধরে ডাকো,
কোনো ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠলে প্রকৃতি যেমন উত্তাল হয়ে যায়
আমার দেহ মনে ঠিক তেমন অবস্থার সৃষ্টি হয়,
বন্দী পাখিকে খাঁচা থেকে উড়িয়ে দিলে সে যেমন স্বাধীনতা পায়
আমার হৃদয় তেমনই বুক ঠিকরে বেড়িয়ে এসে তোমার মুখ দেখতে চায়!
এরপর যখন জিজ্ঞাসা করো, “কেমন আছি।”
বিশ্বাস করবে?
মারণ রোগ ক্যান্সার অব্দি সেরে যাবে কোনো চিকিৎসা ছাড়া শুধু তোমার কন্ঠ শুনলে!
সেখানে তো আমার উপর তোমার অশেষ আশীর্বাদ।
পাশে বসে যখন আমার হাতের উপর হাত রাখো-
টের পাই শরতের আকাশের তুলোর মতো পেঁজা মেঘ যেন আমাকে স্পর্শ করে!
নানান ইয়ারি কথা চলার ফাঁকে ফাঁকে
যখন মুচকি হেসে আমার দিকে তাকাও,
সত্যি চোখে নেশা লাগে- তোমার রূপের ঝলকে!
সব কথা ফেলে যখন আমায় বুকে জড়িয়ে ধরো
মনে হয় ভালোবাসার রত্নভান্ডারের ছোঁয়া পাই।
আমি জানি না
পৃথিবী বিক্রি করলে কত টাকা হবে,
বা হয়ত তাও নয়
সমগ্ৰ সৌরজগৎ বেচে দিলেও যে দাম উঠবে
সে সবই তুচ্ছ তোমার ভালোবাসার কাছে!