তোমার ব্যস্ততা খাক বক- এ
আমি জ্বেলেছি আলগোছে
ফাগুন চুম্বনে চুম্বকে
মেঘ এসে কী দাগ মোছে !
তোমার কীসের এতো তাড়া ?
জানি সংসারে সুর বাঁধা
বাঁধন একটু সরে দাঁড়া
দাঁড়ে জড়িয়ে দিলাম ধাঁধা ।
পরী পাল তুলে মাস্তুলে
নদী ডাকছে তোমায় দূরে
কঠিন দুপুরে তুলতুলে
হবেই রাইকিশোরী সুরে ।
ভুলে গন্ডী কাটা খড়ি
শুধু একটি দুপুর বাজি
কবি ঢেকো না খড়খড়ি
বলো কল্পনাতেও রাজি !