রত্না থেকে রতন আমি
বাবা মায়ের মেয়ে,
জন্মদিনে জানতে পারে
উন্নতি টা পেয়ে।
মাসি পিসির চাকরি হলো
মাহিনা বাড়ে কত,
মেয়ে তোমার পয়া যে খুব
ধরুক কালো শত।
কালো মেয়ের বিয়ে হবে না
ভাবতে বসে পিতা,
গুরুজী কহে চিন্তা নহে
সফল হবে মিতা।
লেখাপড়ায় রয় যে ভালো
স্বাধীনচেতা মনে,
রোজগারের পথটি খোঁজে
সেবার নেশা সনে।