কেন যে তোমার চোখেই চোখ
এঁকে চলে প্রেমের প্রতিমা !
এ বিস্ময় যতদিন আয়ুস্মান হবে
ততদিন শ্বাসে স্বাদ , আঁধারে চন্দ্রিমা ।
অথচ দ্যাখো , আরও কত চোখের মিছিল
এতো কাছে , পাশাপাশি , দূরে ও অদূরে
সরে আসে , ভেসে থাকে , বাজে ভিন সুরে
রূপসী রূপের সুখে , বহুরঙা জীবনের নুরে ।
কিন্তু এড়িয়ে তবু দৃষ্টির গতিবেগ
জাগতিক ভিড় ঠেলে খুঁজে নেয় তোমাকেই ।
এ কোন টানের যাদু টেনে আনে
নীলাম্বরী নীলপরী তোমাকেই !
পৃথিবীর এক তুমি শিহরণ জাগাবেই
হৃদয়ের মেঘ চিরে বিহু বিহু বিদ্যুৎ চমকেই ।
বৃষ্টির চকমকি আগুনের সুরে সুরে
আমার ভিতরে তুমি বরফে বিরহ পুরে
মনালাপে আজীবন গেয়ে যাবে বন্দিশ গমকেই ।