শ্রান্তির আলজিভ শুষে নেয়
যাপনের যাবতীয় ব্যাটারী বিদ্যুৎ ।
ফাঁকা এক পৃথিবীর অদ্ভুত ছায়া
শুয়ে থাকে নিঃঝুম মনের মার্জিনে ।
অসহায় আনচানে বাষ্পের বিস্তৃত অনুর পরিধি
ছোট হতে হতে নিঃস্তেজ বরফ হয়ে যায় ।
কেবলই একটি ফোনের স্বরবৃষ্টির অপেক্ষায় থাকি ।
মেঘের ইঙ্গিত পেলে লেখা হবে একশো কবিতা ।
শুকনো পাতার পিঠে কোনও শব্দ ভ্রমর বসে না ।
রাত নিভে গেলে সকালের হাই এসে
ডুবে যায় চুপছাপ দুপুরের দহে ।
কখন আসবে সেই রিমঝিম রিংটোনে রবীন্দ্রধ্বনি
” তোমায় নতুন করে পাব বলে ” !
শুধু এইটুকু কানে নিয়ে রি-চার্জ হতে হতে
অনন্তকাল হারিয়ে থাকতে পারি
তোমারই প্রশান্ত প্রশ্রয় সাগরের স্রোতে ।