তোমরা সকলেই শিক্ষক আমার
আমার জীবনের কোন তথ্যই সঠিকভাবে আমার জানা নেই। জানা নেই আমার শিক্ষকতা যোগ্যতাও। গত বছর অনলাইনের মাধ্যমে আমার শৈশব কালের এক সহপাঠীর একটি সার্টিফিকেট দেখে আমি আমার স্কুল ত্যাগের শাড়িটি মনে করে আমার শিক্ষাগত যোগ্যতার স্মরণ করার চেষ্টা করেছিলাম। তা থেকে যেটুকু যা অনুমান করতে পেরেছি তাতে আমি বোধ হয় ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করতে করতেই আর পড়াশোনা করতে পারিনি। স্কুল শিক্ষকের দেওয়া মতাদর্শ, কাগজ কলমের মাধ্যমে এঁকে চলা নিজের জীবনের নবপতির দিশার চিত্র সবই হারিয়ে গিয়েছিল সেদিন।সেই যে খাবারের সন্ধানে জীবন যুদ্ধে ঝাপিয়ে পড়া রাস্তায় রাস্তায়; ফুটপাতে ফুটপাতে; বাবুদের গৃহে; শহরের সর্বত্র। আমার বিদ্যালয়ের শিক্ষকদের পরিবর্তে আমি এই সমাজের সর্ব মানব কুলের মহাবৈচিত্রের মহা ব্যবধানের মাঝে পেয়েছি অগণিত শিক্ষক বৃন্দের ভিন্ন ভিন্ন আদর্শ ও আদর্শহীনতার শিক্ষা। শিক্ষা দিয়েছে আমাকে আকাশ; বাতাস;পাহাড়; মাটি; জল; পাখি; জীবন সখি। শিক্ষা দিয়েছে আমাকে রুক্ষতা; ভগ্নতা; শিক্ষা দিয়েছে আমাকে ব্যথিত হৃদয়ের সকল ব্যাকুলতা, শিক্ষা দিয়েছে আমায় বিরহ যন্ত্রনা, শিক্ষা পেয়েছি আমি ডাকাতের থেকে শিক্ষা পেয়েছি আমি সাধু সন্ন্যাসীর হতে, শিক্ষা পেয়েছি আমি ভিক্ষুকের হতে, শিক্ষা পেয়েছি আমি শিশুর হাত হতে, শিক্ষা পেয়েছি আমি মানুষের অপঘাত হতে, শিক্ষা পেয়েছি আমি আমার অপমানে, শিক্ষা পেয়েছি আমি আমার সম্মানে, শিক্ষা পেয়েছি আমি আমার চরম দুর্দিনে, শিক্ষা পেয়েছি আমি আমার স্বর্গ সুখো দিনে। শিক্ষা দিয়েছে আমায় শোষণ, শিক্ষা দিয়েছে আমায় শাসন, শিক্ষা দিয়েছে আমায় নৈতিকতার অব্যক্ত ভাষণ, শিক্ষা দিয়েছে আমায় নেতাদের প্রবল কুশাসন। এভাবেই অশিক্ষিত মগজকে লয়ে শিক্ষিত হই দিনে দিনে। গভীর ভাবনায় প্রার্থনা জাগে মনে, প্রকৃত শিক্ষিত হই যেন, প্রকৃত শিক্ষা দিতে পারি যেন এই ভুবনে। সবাই গিয়েছে মরে শিক্ষা তাই আজ মানুষ আমি। সকল শিক্ষক নিওগো প্রণাম সময়ের কাছে তোমরা যে খুব দামি।