আমরা বুঝতে পারছি সবই, কিছু করতে পারছিনা
আমরা দেখতে পাচ্ছি সবই, কিন্তু ধরতে পারছিনা
আমরা জানতে পারছি সবই, কিন্তু বুঝতে পারছি না
আমরা মরতে যাচ্ছি সবাই, কেউ লড়তে পারছি না
আমরা ভাঙতে যাচ্ছি সবাই, কেউ গড়তে যাচ্ছি না।
আমরা শাসকের হয়ে করেছি দালালি, করেছি তাদের তোষণ পোষণ
আমরা ভীরুর মতো মরেছি সবাই, কি আর করব এখন ?
আমরা নেতাদের মাথায় পোঁদে মাখিয়েছি তেল, দিয়েছি তাদের বাড়তে
লোটা কম্বল গোটাও, এবার ঘর ছেড়ে দাও, এরপর হবে দেশ ছাড়তে।
আমাদের মা মরবে, বাবা মরবে, ভাই মরবে, বোন মরবে —
কর্ম মরবে, ধর্ম মরবে, আমাদের জাত মরবে, ইজ্জত মরবে
এভাবেই অচিরেই অস্তিত্বটুকুও মরবে অবশেষে
এখন কি আর হবে হাত তুলে ?
এখন কি আর হবে কথা বলে ?
দেশাত্মবোধ;জাতীয়তাবাদ; মায়ের ইজ্জত সম্ভ্রমের কথা ভুলে
দাও; দাও; দাও; দাও………
যা আছে তার সবটুকুই ঐ বজ্জাতদের হাতে তুলে।