চলতে চলতে হঠাৎ পথে
দেখা হল তোমার সাথে।
প্রথম দেখেই দিয়েছিলাম মন
তুমিও ধরা দিয়েছিলে তখন।
তোমার হাতের কোমল পরশ
আমার প্রাণে জাগায় হরষ।
তোমার চোখ ভরা স্বপ্ন
বাঁচাতে আমি ছিলাম মগ্ন।
তোমার কেশরাশি বর্ষার বাদল
আমার মনে বাজায় মাদল।
এলোকেশে এলে যখন
মুগ্ধতা আমার সর্বক্ষন।
তোমার ঠোঁটের স্মিত হাসি
আমার মনে বাঁজায় বাঁশি।
হলাম কৃষ্ণ তোমার জন্য
বেনু বাঁজিয়ে জীবন ধন্য।
বাঁশির মতোন তোমার বাহ
আগলে রাখ কেতু রাহু।
আসবে না কাছে কোন বাধা
চলব মোরা দুজন সদা।।