তুমি ভালোবাসলে,
আমি লতা পাতায় জড়িয়ে পর্ণমোচী দিয়ে ঘেরা এক স্বপ্নের বাড়ি গড়ে তুলবো!
রোজ সকাল রাতে স্বপ্নের সিঁড়ি বেয়ে আমরাওঠা নামা করবো।
নীল স্বপ্নীল রঙে সাজাবো সেই বাড়ি!
শুধু তুমি ভালোবাসবে বলে,
আমাদের জানালায় নেমে আসবে বৃষ্টি ভেজা গোপন আকাশ।
দরজা খুলতেই ছুটে আসবে নরম রৌদ্রজ্জ্বল মিঠেলা দক্ষিণা বাতাস!
তুমি ভালোবাসলে,
আমি দিয়ে দেবো আমার নিকশ কালো স্বপ্নাতুর মায়াময় রাত!
আমাদের আঁধার ঘরে জ্বলে উঠবে হাজারো ঝাঁড়বাতি!
আকাশ জুড়ে ঝিকিমিকি রাতের তারা রা খেলবে লুকোচুরি!
তুমি ভালোবাসলে,
আমি হবো নুপুর পায়ে চঞ্চলা এক বহতা নদী।
তুমি আমার বুকে তখন ছোট নৌকাডিঙি!
তোমায় ভাসাবো ডুবাবো
আমার বুকের মাঝে নোঙর করে রাখবো।
তুমি ভালোবাসলে,
আমার আঁখিতে তোমায় রাখবো
দিয়ে দেবো আমার পুরো পৃথিবী।
শুধু তুমি ভালোবাসলে!