বিশ্বজোড়া আসন তোমার
তুমি বিশ্ব কবি,
জন্ম নিলে জোড়াসাঁকোয়
দীপ্ত উজ্জ্বল রবি।
সাহিত্যের ওই স্বর্ণ রথে
তোমার বিশ্ব ভ্রমণ,
গীতাঞ্জলি কাব্যগ্রন্থে পেলে
নোবেল রতন।
তোমার স্পর্শে তমসা ঘুচে
জাগে আলোক প্রাণে,
অন্তর মাঝে নিত্য রাজো
কাব্য পাঠে গানে।
বিশ্বজোড়া আসন তোমার
তুমি বিশ্ব কবি,
জন্ম নিলে জোড়াসাঁকোয়
দীপ্ত উজ্জ্বল রবি।
সাহিত্যের ওই স্বর্ণ রথে
তোমার বিশ্ব ভ্রমণ,
গীতাঞ্জলি কাব্যগ্রন্থে পেলে
নোবেল রতন।
তোমার স্পর্শে তমসা ঘুচে
জাগে আলোক প্রাণে,
অন্তর মাঝে নিত্য রাজো
কাব্য পাঠে গানে।