তুমি আমার মনের অক্লান্ত বৃষ্টির উৎসব,
অনুভূতি সকল আঁধার রাতে হয় সরব l
তুমি তপ্ত বৈশাখের পর নিবিড় বর্ষণের কলধ্বনি,
তোমার মহিমা আমার হৃদয়ে ছোঁয়ায় পরশমণি l
তুমি বিনা ক্ষণে ক্ষণে হৃদয়ে মর্মের সুর বাজে,
বেদনার স্রোত ভেসে মরীচিকার প্রান্তে নবরূপে সাজে l
দুর্দশা -দিবায় জর্জরিত হৃদয় হতাশার বেড়াজালে.
নিদ্রাহীন শর্বরী বিরহের জ্বালায় পুড়ে মরে অকালে l
উন্মাদিত প্রেয়সীর প্রেম-ডোরে আলতো করে ছোঁয়া,
অযাজিত নিয়মে ধরার বুকে সুপ্ত লাভার আগ্নেয় ধোঁয়া l
তুমি আমার চিরদিনের সকল সুখ-দুঃখের সাথী,
অন্ধকার জীবনের মাঝে তুমি একমাত্র বাঁচার বাতি l
আমার শহরের রাস্তায় প্রতিটি তৃষ্ণার্ত উপোষী দিন,
অপেক্ষার সফরে বিনিদ্ররত, মেটায় ভালোবাসার ঋণ l
প্রমত্ত শক্তির দীপ্ত জৌলুসে ভগ্ন প্রোথিত পিনাক,
মনের অন্ধকারে অমাবস্যার রাতে শিখা হয়ে জ্বলে জোনাক l
চকোর হয়ে তোমার মাতাল ঘ্রাণে খুঁজে নেবো বৃন্দাবন,
চন্দনার রূপ ধরে গায়ে মেখে নেবো তোমার বৰ্ণিল স্বপন l
হৃদয় খুঁড়ে বেদনা জাগায় জ্বলন্ত স্মৃতির দহন,
বয়ে চলে সময়, স্মৃতি, অবশেষে আঁখি অশ্রু বহন ll