দুঃখের চাদরে ঢাকা চারিদিক,
কি করবো ভেবে পাইনা দিক্,
জোটে না খাবার পাতে শাক ভাত,
কে বন্ধু কে শত্রু , বুঝি না তফাৎ,
হতাশার বিষবাষ্পে ঢাকা রাত্রি দিন,
আশার আলো হচ্ছে ক্রমশ ক্ষীণ।
চাকরি থেকে হয়েছি কবেই ছাঁটাই,
সুখের ঘুড়ি কেটে ভেঙেছে লাটাই,
ইচ্ছেগুলোর গায়ে জড়িয়েছে ধূলো,
অপেক্ষার তটে আশা মুখ লুকালো।
পরিযায়ীদের জীবন বড়ই ক্ষণস্থায়ী,
কাদের জন্য হচ্ছে এসব কারা দায়ী,
এই নিয়ে চলছে হরেক রকম তরজা,
সার্থসিদ্ধির জন্য বন্ধ মানবতার দরজা,
নেই নেই সুরে ঢেকেছে শরতের আকাশ,
অমাবস্যার অন্ধকারে ডুবে চারিপাশ,
তবু বলি এবছর ও তুমি এসো উমা,
নাই বা পেলাম পূজোয় নতুন জামা,
এযে তোমার নিজের বাপের ঘর,
আমরা তোমার আপনজন নই পর।