তুমি আমি মিলে কিন্তু অনেক কিছুই করতে পারি তাই না?
তুমি আমি মিলে এসো না কিছু পরিকল্পনা করি?
আশপাশের চেনাজানা সকলকে নাহয় দোসর করে নেবো তাতে।
অন্ততঃ কিছু নিরন্ন মুখে দুমুঠো খাবার!
শীতে ঠকঠকিয়ে কাঁপতে থাকা অসহায়ের গায়ে নতুন নাহোক পুরনো গরম জামা,চাদর!
ফুটপাতে যাদের বসত তাঁদের সাথে দুটো মিষ্টি কথার ছোঁয়া!
অবহেলা ভরে যাদের দিকে কেউ ফিরেও তাকায়না!
অবোধ ভাগ্য বিড়ম্বিত অসহায় সারল্যে ভরা শিশুমুখে বিষাদের ছাপ!
তুমি আমি মিলে নিজেদের দৈনন্দিন যাপনের সময় থেকে খানিকটা সময় কি ওদের দিতে পারিনে বলো?
এইতো সেদিন,রিক্সাতে আসার সময় চোখটা পিছলে সেঁটে গেলো,
হ্যাঁ, বন্ধু, কাঁধ থেকে দুভাগ হয়ে ছেঁড়া শার্ট !
দেখেই আমার বুকের মাঝে অশান্তির দাপাদাপি।
ঘরে এসে দুটো জামা দিতে গেলে হাসিমুখে প্রত্যাখ্যান করলো,
ভাড়া থেকে বেশি টাকা দিতে গেলেও নিলোনা কিছুতেই!
ন্যায্য ভাড়াই নিলো।
আমি বিস্ময়ে স্তম্ভিত।
শিক্ষাও পেলাম বৈকি!
হতে পারে দিন গুজরান বড়োই সংগ্রামের কিন্তু এতো অসাধারণ মানসিক দৃঢ়তা কজনের থাকে?
তুমি আর আমি মিলে এসোনা এই একঘেয়েমীর ল্যাবেল সাটা জীবন থেকে কিছুটা সময় ওদের জন্য ভাবি,কিছু করি,যাতে মানুষগুলো কিঞ্চিৎ স্বস্তি পায়!
পারিনা কি?
মানুষ নামের তকমাধারী জীবনটাকে সত্যিকারের মানুষ করে তুলতে ?
মানবিক মনে মনুষ্যত্বের কিছুটা বিকাশে সহায়ক হয়ে উঠতে!
পারিনা কি?
ডাকার মতো ডাকলে আমাদের পাশে কিছু মানুষ কি দাঁড়াবে না?
ভবের আয়ু জীবন বায়ু দম ফুরালে ঠুস্ !
তাই বলছি,এসো না বন্ধু,তুমি আমি মিলে পা বাড়াই–