“যারা শুধু দিলে পেলে না কিছুই••”
তোমার কলমে পেয়েছে তারা ঠাঁই,
ব্যথায়,কথায় ভরিয়েছো শিল্পটাই;
নারী হয়ে স্মরি প্রথমে সেই স্মৃতিটাই।
‘মরার আবার জাত আছে নাকি?’
সেযুগে এমন ভাবনা কেউ ভেবেছে কি!
তোমার ইন্দ্রের সাহস নয় মেকি;
আজ মানুষ বোঝে মৃত্যু নয় ফাঁকি।
‘বড়দিদি’র কর্তব্য অকর্তব্যের অনুপুঙ্খে
কিংবা সত্যি সত্যি ‘রামের সুমতি’ দেখে,
‘পরিণীতা’র বাল্যপ্রেমের সুধা মেখে,
আজও আমরা আছি বড়ো সুখে।
অমর কথাশিল্পী তুমি আমাদের মননে,
উপন্যাসের চরিত্রদের নিরন্তর অনুধ্যানে,
সুহৃদ পাঠকেরা বুঝেছে মনে মনে;
চিরদিন তোমার কীর্তি থাকবে স্মরণে।