তুমি সুন্দর; তুমি অনন্যা
শত বিষ পাথরের মাঝেও তুমি প্রেমের গোলাপ;
যদি তুমি নাও তাকাও তবু তুমি সুন্দর
যদি তুমি নাও কথা কও তবু তুমি সুন্দর;
তুমি হেঁটে যাওয়ার সময় রাস্তার দু’ধারে
পুষ্পবৃষ্টির মতো করে ঝরে পড়ে মুক্ত বাতাস
তোমার গম্ভীর মুখখানি যেন ঘন কালো মেঘের সমান।
তবু তুমি অনন্যা; তবু তুমি সুন্দর
তুমি রেগে আগুন হয়ে গেলেও
আমি তোমার চোখে ফাগুন দেখি;
নীল আকাশে যখন বিধ্বংসী বজ্রপাত হতে থাকে
আমি তখনও তোমার আশায় স্বপ্ন বুনি;
কোন যুক্তির কাঠগড়ায় দাঁড়িয়ে আমি যখন নিরুত্তর আসামী
আমি সেদিনও তোমার অপেক্ষমান নদী,
দ্বিপ্রহরের পরে প্রহর শেষ হলেও
সন্ধ্যে নামে না; তুমি না এলে
নিমজ্জিত আসার ঢেউ উথলে ওঠে বারে বারে
আকাশের সব আলো নিভে গেলেও জ্বলে রবে তুমি।
তুমি অনন্যা। তুমি সুন্দর।