যেকথা কাউকে যায় না বলা,
সেকথা একমাত্র তোকেই বলতে পারি।
এমন ভাবনায় মিলতো এক অপার্থিব সুখ।
কাব্যি করে প্রকাশ না করতে পারি!
তোর উর্বর ভাবনায়, সহমর্মিতায়
আমি তখন প্রেমে সাধনায় যোগী।
একবার নয়, লাখ কিংবা অজুত নিজুত বার সেকথা আমি মানি।
তুই যদি হোস ভরা নদী, আমি তোর বুকে অনন্ত জলরাশি….
তোর ভিতর বাইরে বয়ে চলি।
ভাসাই ডোবাই,নতুন জীবনে গল্প লিখি।
আজ তুই সেই নদী গেছিস কেমন বদলে!
বেঁকে গেছে তোর চলার পথ।
বলা কথাগুলো গুলো হাওয়ায় উড়ছে
আমার কষ্ট গুলো যায় না আর তোকে ছুঁয়ে।
তোর দুঃখে আজও বানভাসী হই
সঙ্গে নিয়ে সাঁতারে পার খুঁজি!
তোর সুখে আমার সুখ এমনটা আজও মানি।
নীরবে সয়ে যাবো সব,
ভালোবাসা গোপনে আগলে জমিয়ে রাখি।
সোশালজগত ছেড়ে দূরে চলে যেতে চাই।
সবুজ আলোয় আর না জেগে থাকি।
যে কথা কাউকে যায় না বলা সেকথা তোর কানে কানে নিঃশব্দে চুপিচুপি বলি।