আমি নাই বা হলাম কবি,
তুই কি আমার স্বপ্ন হবি?
চল রে বরং সুখ স্বপ্নে
দেখি তোর মুক্ত হাসি,
ঘুরে আসি পাশাপাশি।
চঞ্চল মন তোলে আলোড়ন
নিবিড় স্পর্শে বাড়ে শিহরন,
কতো কথা বাকি,তবু চুপ থাকি
আঁকি যে জীবনের জলছবি।
তোকে নিয়ে চল বের হই,
নেই যেখানে কোনো হৈ চৈ,
ডুব সাঁতারে না হয় আঁধারে,
প্রেমিক হওয়ার স্বপ্নতে রই।
কাটি আঁকিবুকি,নিতে পারি ঝুঁকি
অনুভবে বুঝি দুজনাকে খুঁজি,
তোকে ঘিরে প্রেম বন্দরে বুঝি,
তুইই স্বপ্ন তুইই বাঁচা,রুটি রুজি।
যতই আঁধার আসুক নেমে,
সুখস্বপ্ন যে যাবে না থেমে।
ভরসার হাত না ছাড়িস যদি,
তুই আমারই স্রোতস্বিনী নদী,
দুপাশে সবুজ প্রকৃতি ও গাছ
আমি জেগে থাকি বারোমাস
তোর উজ্জ্বল নীল আকাশ।
কাটাই দুজনে আমরা সুজনে
ধীর পায়ে আঘাতের ঘায়ে,
হাঁটি ঘুরি ,করি মন চুরি
কখনো বৃষ্টি বাদল,রৌদ্র ছায়ে।
ভালবাসি প্রিয়,নেই সন্দেহ
শয়নে স্বপনে ভেসে থাকা শ্রেয়।
সবুজ বনানী দেয় হাতছানি
সুগন্ধি আমরা যেন দারুচিনি
বন্ধুত্বে এভাবে যেন থাকি চিরঋণী।