আজ ছিল এক জমকালো অনুষ্ঠান, বহু কবি সাহিত্যিকদের সমাবেশ।
রবীন্দ্র নজরুল ছাড়াও ছিল সুবোধ সরকার, প্রেমেন্দ্র মিত্র,নীরেন্দ্রনাথ চক্রবর্তী,মন্দাক্রান্তা সেনের কবিতা।
কবিতার রস শিরায় শিরায় মিশে যাচ্ছিল;
কবিতা শুনতে শুনতে কখন
ডুবে গিয়েছিলাম তুই তে।
অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ হচ্ছিল তোর কথা,
কবিতায় আছে সব সুখ,
আছে অভিমান, আছে প্রেম,
আছে বিচ্ছেদ, আছে আনন্দ, আছে বিরহ।
কোথায় তুই আজ জানিনা!
আজ খুঁজি তোকে কবিতায়,
তোর হৃদয় নিংড়ানো রবি ঠাকুরের সেই মেয়ে,
বা শুভ দাশগুপ্তের আমিই সেই মেয়ে,
মল্লিকা সেনগুপ্তের আপনি বলুন মার্ক্স,
একদম রক্তে মিশে ছিল তোর।
জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় একদম কন্ঠস্থ ছিল তোর,
মেরী ফারারের ভ্রুণহত্যা শুনে শিরায় শিরায় আগুন জ্বলতো,
রবি ঠাকুরের সহযাত্রী আজ তোর জীবনের সঙ্গে মিলে গেল।
একবুক অভিমান নিয়ে চলে গেলি,
সেই না ফেরার দেশে,আমার সাফাই টুকু শুনলি না।
যেমন রেখে গেছিস, তেমনি আছি।
বেশ ভালোই আছি,
তুই আর তোর কবিতাকে নিয়ে।
করতালির শব্দে আবার ফিরলাম অনুষ্ঠানে।
আজও আমি পাশের সিটটা খালি রাখি,জানি তুই আসিস,আমার কাঁধে মাথা রেখে আজও কবিতা শুনিস।