ফুল যদিওবা ঝড়ে গিয়েছিল সেদিন
রুক্ষ কঠিন মাটির কামড়ে শিকড়ের টান
প্রমাণ করে বছরের পর বছর,
ফুলেদের হয় আদমশুমারি
কালের উপদেশে পুরোটা হয়নি বিচ্ছেদ।
চিরকাল যে সত্য বুকে ধরে রেখেছি
ভেবেছি আজ তা সংজ্ঞাহীন,
সাধনার কোকিল হারিয়েছে পথ
প্রেমের সমাধি হবে যে বৃথা
ভালবাসি আজও তোকে, এই অবশেষ।