জীবন যেন তীর ভাঙ্গা ঢেউ
দামাল—অস্থির—-চঞ্চল
স্বপ্নেরা সেথায় পায় না ঠাঁই
শূণ্যতার হাহাকার করে ভিড়
প্রত্যয়ের মৃত্যু আঁতুর ঘরেতে
ভালবাসা যেথায়—- ফিকে
আশার সমাধিতে ইচ্ছের কুঁড়িরা
কি করে থাকবে টিকে ?
জীবন- মাঝি ব্যস্ত বড়ো —-
জোয়ার কখন আসে !
বিন্নিধানের খৈ হয়ে
স্বপ্নেরা সব ভাসে—
সময় সেথায় মন্ত্র পড়ে
শেষ পারানির কালে
ভালোবাসার কথাকলি স’ব
ঝ’রে অকালে
বৈরাগী মন একতারাতে
বাজায় বিষাদ বীণ
ধিনাক-ধিন্ বোলের তালে
কালের ঘন্টা লীন!