শরতের নীল পেঁজা আকাশ
তাল ,কাশ পদ্ম জানি,
ভাদ্র মাসে তালের সময়
আমরা কিন্তু মানি।
কোলে ছেলে দুটি তালে
হাত শির দেখি জোড়া,
ধীর গতিতে হেঁটে চলে
ছেলেটির পা খোঁড়া।
ছেলের বায়না তালের পায়েস
তাল ক্ষীর, বড়া খাবে,
বায়না দেখি ষোল আনা
কোলে বাজার যাবে।
চলো নারী এগিয়ে যাও
যুদ্ধে নেমে পড়ো
বাড়ি গিয়ে তালটি ছেঁচে
তালের বড়া করো