কি ভেবেছিলে তুমি ?
তোমাকে পাইনি বলে ,
জীবনটা আমার হয়ে যাবে মরুভূমি ।
তুমি বোধহয় এমনটাই চেয়েছিলে ।
কিন্তু এমনটা হয়নি আসলে ।
তুমি হাত ধরো নি, তাতে কি হয়েছে !
আমার বেঁচে থাকার আরো অনেক কারণ রয়েছে ।
প্রেম ছাড়াও এই হৃদয় অনেক ব্যর্থতা সয়েছে ।
এখন আমি বুঝে গেছি প্রেম জীবনের একটা অধ্যায় ।
বিচ্ছেদ যন্ত্রণায় যারা মরতে চায় ,
তাদেরকে মূর্খ-বোকা ছাড়া কি আর কিছু বলা যায় ?
তোমাকে ব্যথা দিয়ে কেউ যদি সুখ পায় ,
তার জন্য কেন তুমি মরবে !
সবকিছু ভুলে গিয়ে ,
নতুনের সাথে আবার নতুন করে সম্পর্ক গড়বে ।
একজন চলে গেলে অন্য জনের হাত ধরবে ।
শুনতে খারাপ লাগলেও এটাই বেঁচে থাকার উপায় ।
প্রেম জীবন নয়, জীবনের একটা কালো অধ্যায় ।
তুমি চলে বলে আমার কিছু নাহি আসে যায় ।