এখন আলো নেই, গুমোট আঁধার,
পারিপার্শিক বেশ মানানসই,
বোধ হারায় নিঃশব্দে অবোধ পান্ডিত্যে,
মনের মৃত কোষে ছড়িয়ে পড়েছে নোনা বালি,
দীর্ঘ শ্বাস টেনে চলে ক্রন্দিত অস্তাচল।
ফিরে আসে না কেউই আর চেনা ছকে,
পথ হারিয়ে রাস্তা খোঁজে আপন বিলাপে,
জোনাকির আলো সুখে সংবৃত নিশীথ পাঁচালি,
নীরবতা রেশ ধরে রাখে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে,
নৈঃশব্দের তারাগুলো সাক্ষী থাকে এক মানত সংকল্পে।
প্রেক্ষাপট জুড়ে স্বার্থের অনুকূল বসতবাড়ি,
বৃক্ষচক্রে খুঁজে চলে অভিজ্ঞতার কুন্ডুলী,
অনাত্মীয় বাতাসের নিঃশ্বাসে অবিশ্বাসী যাপন,
শিলালিপিতে লেখা থাকে তমসার সাতকাহন।