কয়েকটা রাত তোমার পায়ের তলায় রেখে
অপেক্ষা করব
দেখি ফুল ফোটে কিনা
ভালোবেসে ছুঁয়ে দেখো ভুলচুক
জানি রাজহাঁস হব ইচ্ছের ঢেউয়ে
আমার না ঝরা মেঘ গুলো ঝর্ণা হোক তোমার বুকে
শান্তি চাই
এই এতো কিছু চাওয়া কে শিখিয়ে দিল
ছোট ছোট হাত গুলো কখন এতো ভুখা হয়ে গলো জানিনা
একটা নদী লিখতে চাই রোজ
কে এসে ভেঙে দেয় পেনের ঠোঁট হাতড়ে বেড়ায়
প্রশ্ন জমে জমে পাঁক হয়েছে মন