যদি দূরে অনেক দূরে চলে যাই,
যদি আর না দেখা হয় আমাদের,
যদি তোমার কুঠির প্রাঙ্গণে নতুনের ঘটে সমাগম,
যদি আমার ভালোবাসা তুচ্ছ মনে হয়,
যদি থোকা থোকা প্রেম এসে তোমার ঘর ভরে যায়,
তবু মনে রেখো।
একটা জন্ম পার হয়ে গেলেও এই ভালোবাসা
শেষ হবার নয়।
আমি আঁচল বিছায়ে দিয়েছিলাম
তোমার টুকরো টুকরো ভালোবাসা যা পেয়েছি
আঁচলে ভরে তুলে রেখেছি
স্বযত্নে, সংগোপনে, একান্ত নিজের করে!
তবু মনে রেখো।
যদি কখনো ফিরে আসি;
চাইবো না ফিরে পেতে পুরানো অধিকার।
ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হবে না তোমার সাজানো কুঠির
তবু মনে রেখো।
যেদিন উল্কা পাতের মতো ঝরে পড়বো!
সেদিন শূন্য আকাশ পানে তাকিয়ে প্রবল বেগে ধেয়ে আসা বৃষ্টির বেগ রোধে ব্যস্ত থেকো।
তবু মনে রেখো
যদি দূরে.. অনেক দূরে চলে যাই
তবু মনে রেখো।