পল্লী গাঁয়ে ঢেঁকি শিল্পের
ছবি চোখে ভাসে,
গাঁয়ের মানুষ থাকতো মিলে
প্রীতি ছিলো রাশে।
গাঁয়ের বধূ ধান ভানিতো
ঢেঁকিতে চাপ দিয়ে,
ধাপুস ধুপুস উঠতো যে সুর
গীতের কলি নিয়ে।
কাজের ফাঁকে পান মুখেতে
থাকতো সবে মেতে,
ভারী ইচ্ছে করে আবার
সেদিন ফিরে পেতে।
ঢেঁকি ছাঁটা চালে করতো
নানা রকম পিঠে,
খেজুর গুড়ের পায়েস থাকতো
লাগতো বেজায় মিঠে।
বিজ্ঞানের দান মেশিন এলে
ঢেঁকি বিদায় নিলো,
আজো ভাবি ঢেঁকি শিল্পের
দিনটাই ভালো ছিলো।