একটা সকাল কতটা সুন্দর সেটা নির্ভর করে
আগের রাত কি রকম ছিল তার ওপর।
কি রকম ছিল আগের রাত্রি কাউকে থাপ্পড় মেরেছিলাম?
কার লো-কাট ব্লাউজ আঙুলে টেনে বমি করে দিয়েছিলাম?
কিন্তু আমি কেন থাপ্পড় মারবো আমি কেন বমি করতে যাবো?
কার কতটা লো-কাট সেটা কি আমার বিষয়?
মাননীয় বন্ধুগণ, গতরাত্রে আমি বলতে চেয়েছিলাম
পৃথিবীকে, এই মা-ভূমিকে অন্তত আর একটা সুযোগ দেওয়া হোক
সে তার ছেলেমেয়েদের আবার নতুন করে মানুষ করুক
দশ পেগ মদ খেয়ে একজন বুদ্ধিজীবী আমাকে বললেন :
জ্ঞান দেবেন না, আগে নিজের মাকে সামলান, তারপর
মা-ভূমির কথা বলবেন
আমি থাপ্পড়টা একেই মেরেছিলাম?
একটা সকাল কতটা সুন্দর সেটা নির্ভর করে
আগের রাত কি রকম ছিল তার ওপর।
মাননীয় বন্ধুগণ, গতরাত্রে আমি বলতে চেয়েছিলাম
আকাশকে, আমার পিতার মতো উদার আকাশকে আর একটা সুযোগ দেওয়া হোক
আরো মেঘ আরো বৃষ্টি আরো সবুজে আমাদের পাপ ধুয়ে যাক
ঝলমল করে উঠুক এশিয়া
এক পেগও মদ না খেয়ে উপচে ওঠা লো-কাট ব্লাউজ বললেন :
আপনার পিতা কবে আবার আকাশের মতো উদার হলেন?
তিনি আমার সঙ্গে এবং আমার বোনের সঙ্গে শুতে চেয়েছিলেন
আমি কি এরই ব্লাউজে বমি করে দিয়েছি?
একটা সকাল কতটা সুন্দর সেটা নির্ভর করে
আগের রাত কি রকম ছিল তার ওপর।