ক্লান্ত মন অবশেষে
যেতে চাইছে ঠান্ডা দেশে।
পড়েছে দারুণ গরম
হাওয়া গুমোট চরম।
বাতাসে নেই চলন
ঘর্মাক্ত শরীর বিষাদ মন।
বৃষ্টি নামবে কবে না জানি
তাকিয়ে রয়েছে স্রোতস্বিনী।
ধরণী গর্ভে কমেছে পানি
কিভাবে বাঁচবে তার কি জানি।
সমস্যার নাই কোন শেষ
ভাবতে ভাবতে পাকছে কেশ।
মেঘ বৃষ্টির দারুণ শর্ত
ক্লান্ত শরীর পিপাসার্ত।
ক্রমাগত পড়ছে ফোকাস
উর্দ্ধে থেকে ডিজিটাল আকাশ।
ক্লিষ্ট মন অবশেষে
চাইছে যেতে ঠান্ডা দেশে।