অনেক দূরের যাত্রাপথ পাড়ি দিচ্ছিলাম ট্রেনে
বিরক্তি ছিল চোখেমুখে আর ছিল আচরণে
সারাটা দিন ট্রেনের কামরায় বসে থেকে থেকে
কোমর আমার গেছিল ধরে দাঁড়িয়ে পরলাম শেষে।
ভেবেছিলাম হাওয়া খাব দরজার কাছে দাঁড়িয়ে
সেই মতো গেলাম চলে হাতলটা ধরে দাঁড়াতে।
বাতাসে যেন তখন ভাসছি আমি দরজায় দাঁড়িয়ে
সকল ক্লান্তি মুছে দিল ঠান্ডা বাতাস এসে।
কি অপূর্ব প্রকৃতির শোভা কি অপরূপ সে সাজ
সূর্যের আলোয় ভেসে যাচ্ছে যে প্রকৃতি
হাওয়ায় খাচ্ছে দোল গাছের পাতা সকল।
দূরে আকাশে উড়ছে বক আরও কত পাখী
তাদের দেখে দরজায় দাঁড়িয়ে নিজের মনে ভাবি
থাকত যদি ওদের মতো আমার দুটি ডানা
ট্রেনের বদলে উড়ে যেতাম কেউ কি করতো মানা?
তার মাঝেই মনে হলো হাতদুটোই তো ডানা
হাতের ওপর ভর করেই চলে যাই মন যেথা চায়।
এক দৃষ্টিতে দেখতে দেখতে ভাবছি আপন মনে
কখন যেন পৌছে গেলাম পাখীদের মাঝে।
তাদের সাথে খেলাধুলা খুনসুটি সেরে
দিনের শেষে ফিরে আসি নিজের আলোআঁধারি ট্রেনের কুপে ।।