সন্ধ্যা নামলেই মন কেমনের তাগিদ ঘরে ফেরার
চেনা স্বরে আপন করে কেউ ডাকেনি কখনো
ভবঘুরের বিজন পথে ফিরতে হবে এবার।
রাতের নেশায় ডানা মেলি মন ফাগুনের আকাশে
তারায়,তারায় মাতাল করে প্রেমাঙ্গন
অনেক আগেই তুমি তারা হয়ে গেছ-
স্বপ্ন ভেঙে একাকী রেখে গেছে সেই যে প্রিয়জন।
সন্ধ্যা নামলেই আমার ঘরে ফেরার তাগিদ
কর্তব্যেরা আমার মুখ চেয়ে বসে থাকে
চৌকাঠে নীরব দৃষ্টিরা অথর্ব ,অপেক্ষারত-
চেনা ডাকের অধীর আশায় তাকাই পথের বাঁকে।
কুলায় ফেরে ক্লান্ত বিহঙ্গ, তাপ-উত্তাপের আকাঙ্খায়
পথিক ফেরে ঘরে, ঘরে সংসার সীমান্তের পাড়াবারে
জ্যোৎস্না বুকে খুঁজি কেবল তোমায় পড়ায়,পাড়ায় ।