কার বন্ধুত্ব কিরকম,কত বেশি ও বিনীত
সে সব কথা থাক
আমাকে আপনজন ভেবে মন থেকে ডাকো যদি
একান্তই অপ্রত্যাশিত কোনও ইশারায়
আমিও নীরবতা ভেঙে সক্রিয় হবো
তীব্র ও মুখর হবো আলোড়িত হাওয়ার মতো
আর নির্জনতা নয়,একাকীত্ব ভেঙে বন্ধুদোসর হবো
নিজেকে শেষ পর্যন্ত প্রকৃত নিঃস্ব করে
অবশিষ্ট জীবনটুকু রাখি কাছে
যাকে ভালোবাসি তাকে তাও দেবার অন্তিম বাসনায়
আমার যেন কেন মনে হয়
কোনও না কোনও দিন ভাষাহীন নিশি ডাকের মতো
আমার মুঠো ফোনে বেজে উঠবে ঠিক
তোমার সেই আকস্মিক ডাক
কেন যে এ’ছাড়া অন্য কিছু মনে হয়নি
আজও বুঝিনি আমি আর…।