মানবতা, বলো তুমি কোথায় লুকালে ভাই!
এ বিশ্বের অন্তরাত্মা তোমাকেই খুঁজছে সদাই,
একদিন মনে ভাবি কষ্ট করে তোমাকেই ছুঁয়ে দেবো তাই।
স্পর্শ করে দেখে নেব কোমল না কড়ি তুমি,
ছুঁয়ে দেখে বুঝে নেবো, কেমন সে অনুভূতি টাই।
কেন যে তোমাকে রোজ প্রভাতে হারাই,
কাগজে খবর পড়ি, টিভিতে কতো কি দেখি,
দেহে নয় মনেতেও শিউরে উঠি তাই।
নতুন করে স্বাধীন হবে, স্বাধীন ভাবেই লুটপাট চলে তাই,
বেলাগাম খুন ধর্ষণ, ডাকাতি দোকান লুন্ঠন সব খবর পাই।
ধর্ম স্থানে ভাংচুর চলে, চিত্রার্পিত সবাই, প্রতিবাদ নাই,
র্যাগিংয়েও ছাত্র মরে , শিশুদেরও পরিত্রাণ নাই।
গৃহবধূ হত্যা করে, গাছে ঝোলায় তার পরে
নির্জন খাল বিলে মুন্ড কেটে জলে ফেলে
বৃদ্ধ বাবা মা কে ধরে বাড়ির বাইরে করে সে খবর ও পাই,
আরও কতো কিছু স্ব চোক্ষে দেখতে পাই।
মানবতা তাই আমি খুঁজে ফিরি তোমাকে সদাই।
কোথায় লুকাও তুমি আজও বুঝি নাই।
খুঁজে ফিরি রাস্তায়, গলিতে, বনে, শ্রাবণে প্লাবনে কোণে
কাঁটাঝোপে, ফুটপাতে, অন্ধকারে ময়দানের কোণে,
ভাঙা রাস্তায়, খাল পাড়ে, জঙ্গলের ধারে, রেলের কামরায়।
নিরন্নের পাতার কুটিরে, শিশুদের আর্তনাদে
হয়তো বা ভাগাড়ের নির্বান্ধব বনে।
তোমাকে যতই খুঁজি কোথাও তো খুঁজে পাই নাই।
আমাদের এ গ্রহের প্রায় সবখানে,
ক্লেদ গ্লানি, হানাহানি, ব্যভিচার, অনাচার, আনে
যুদ্ধবাজ, অবিচার, ধ্বংসের দিনে, বোমা বর্ষণে
আমাদের এ ধরার ঘোর দুর্দিনে।
পশু পাখি লজ্জা পায় অসহায় কান্না তার
কোথাও দেখিনি তুমি নয়ন ভাসাও,
তোমাকে কোথাও দেখিনি তুমি পাশেতে দাঁড়াও।
মনে মনে ঠিক করি বিজ্ঞাপন দেব ভারী
নিরুদ্দেশ মানবতা খুঁজে পেতে চাই।
হয় তুমি ফিরে এসো, নয়তো ঠিকানা বলো
আমরা সবাই তাই তোমাকেই খুঁজে পেতে চাই।
এ গ্রহে যদি না থাকো বলো অন্য গ্রহে যাবো
তোমার ঠিকানা ধরে আজীবন খুঁজে যাবো তাই।
ফিরে এসো ভাই দুনিয়ার আর্ত মানুষের পাশেতে দাঁড়াই।।