কবিতা দিবসে মনে জাগে আশা
আমার কবিতা, কখনো যদি মানুষের বুকে
হয়ে যেত ভালোবাসার ভাষা!
আমার কবিতা——-
অকৃপণ আশার দুরাশা।
আমার কবিতা অনন্ত আকাশে,
ফুটে থাকা একরাশ ভালোবাসা।
জীবনের গভীর অর্থ খুঁজে যাই নীরবে–
বোধের ঘরে নাড়া পড়ে তবুও নিশ্চুপে
ভেবে মরি , সঠিক বেঠিকের ফারাকটা।
গুলিয়ে ফেলি আজো রোদ্দুর আর মেঘের ঘনঘটা!
অবোধ বিস্ময়ে আজো খুঁজে ফিরি —
মানুষের আসল ঠিকানা—–!!!