সারাদিন
একটা আঁটো সাটো দামি ও ভারী পোশাক বহন করি
রাত ফুটলেই কিভাবে অনিচ্ছাকৃত নগ্ন হয়ে যাই
জানিনা।
ঝনঝন করে বাজতে থাকে
হৃদয়ের টুকরোগুলো
সারাদিন
একটা আঁটো সাটো দামি ও ভারী পোশাক বহন করি
রাত ফুটলেই কিভাবে অনিচ্ছাকৃত নগ্ন হয়ে যাই
জানিনা।
ঝনঝন করে বাজতে থাকে
হৃদয়ের টুকরোগুলো