শিকড়ের সন্ধানে নেমেছি বহুকাল,
দু হাত জড়িয়েছি ঝুরঝুরে মাটি,
কোনো এক প্রত্নতাত্ত্বিক গভীরতায়
সেরে ফেলি বৈদিক ঐশ্বর্য অবগাহন,
আমি হয়ে তাই মুক্তমনা-
আমি হয়ে যাই জাতিস্মর……
তোমাকে জড়িয়েছি চেতনায়,
শীতল আঁধারে বালুচরী নদীর মুর্ছনায়-
কুলকুল শব্দে ভেসে আসে নুপুর নিক্কন,
হাত বাড়িয়ে ধরে রাখি আষ্টেপৃষ্ঠে,
নষ্টালজিক চেনা উত্তাপ,
নিখুঁত নিরলস উচ্চারণে……
আঙুলে জড়ায় পূর্ণতার তীব্র আশ্লেষ,
ফিরে আসে ভালোলাগার সেই চেনা বাতাস.