রতি-বিলাসিতায় সুখী সুখী বাতাসে
চতুরতা মুখ থুবড়ে পড়ে।
এ কি মহারাজ! শুধুই আজ
অসাবধানে কেন পড়লে তরল জ্বরে?
সুখের পাশে অসুখের কমনীয় আনন
আদৌ ছিল না হাজির খেয়ালে!
হে অধরা চরেরা, উদ্বাহু উত্তোলনে
নয়ছয় খেলায় মনকে খুব শোয়ালে।
গোপনীয় কক্ষে অনাবৃতরা এত এত এত
পুষ্পবৃষ্টিতে রত চকচকে লোভে।
তবে কি ফাঁদেতে মুক্তি? ভাবনার ভাঁজে ভাঁজে
দুঃখগুলো নিঃসাড়ে কাঁপে দুঃখে ক্ষোভে!
হাড় বজ্জাত নষ্ট কুপিত পালিত মননে
তবুও শ্বাসহীন নিঃশ্বাস ছোটে!
অভ্যাসে ভ্রষ্ট গুজরানে কোথায় সীমা-পরিসীমা
এমনতর দুষ্টের সাথে তুষ্ট প্রণয়পটে?
রমণীয় আসুরিক তুফানের তীব্র দাপটে
বুদ্ধিমত্তায় বেসুরো অসুর-কাণ্ড ঘটে!
তখন নিজের ভেতর নিজেকেই অজান্তে
যায় না পাওয়া খুঁজেও মোটে!