সমুদ্রের বেলাভূমিতে ঝিনুক কুড়িয়েছি আমি
না! মুক্তো পাবার আশায় না!
অনেক ঝিনুকের মাঝে খুঁজে খুঁজে একটাই ঝিনুক
যেটা আমাকে আকর্ষিত করেছিল সেটাই কুড়িয়েছি।
ভেবেছিলাম তোমাকে উপহারে দেব।
তুমি স্পষ্ট জানিয়ে দিলে “ঝিনুকে যেন মুক্তো থাকে!”
তাই আর তোমাকে দেওয়া হলো না!
নিজের কাছেই স্বযত্নে রেখে দিয়েছি।
বড় হিসেবি তুমি,
সবকিছু কেমন হিসাব করে চলো
কোথায় কতটা লাভ আছে!
লোকসান একদম চাও না।
আর তাই আমি আর আমার ঝিনুক তোমার লাভের খাতা থেকে বাদ পড়ে গেছি।