আষাঢ় শেষে বৃষ্টি এলো
ঝাপসা হলো বেলা,
টাপুর টুপুর বৃষ্টি ধ্বনি
টিনের চালে মেলা।
পুকুর দিঘি ভরলো জলে
মন্ডুক করে খেলা,
খোকা খুকু আনন্দেতে
ভাসায় কাগজ ভেলা।
আষাঢ় শেষে বৃষ্টি এলো
ঝাপসা হলো বেলা,
টাপুর টুপুর বৃষ্টি ধ্বনি
টিনের চালে মেলা।
পুকুর দিঘি ভরলো জলে
মন্ডুক করে খেলা,
খোকা খুকু আনন্দেতে
ভাসায় কাগজ ভেলা।