পাহাড়ের বুক জুড়ে চলে তোলপাড়
চোখ বুজে গর্জন শুনি শুধু তার
শব্দ আসে ভেসে হুশ হুশ হাস
বিস্মিত হই দেখি তার জলোছ্বাস।
তরঙ্গ তুলে স্রোত নামছে হঠাৎ
তাই দেখে ভাবনারা হয় কুপোকাৎ
লাস্যময়ী ফেনায় নামে শীতল ধারা
সবুজেরা দেখে হয় আত্মহারা।
ভূগর্ভে থাকে এতো জলরাশি
স্রোতের টানে সব যায় যে ভাসি
পাহাড়ের কোল ঘেষে কলকল ধ্বনি
উত্তাল বেগে ছোটে ওই তটিনি।