ঝরা ফুলের হাসি
তোমায় আমি ভীষন ভালোবাসি
তোমার চোখের কালো তারায় তাই
শাপলা হয়ে ভাসি।
ঝরা ফুলের হাসি
অনন্ত অপেক্ষার গোপন বাসরে
প্রাণে বাজাও মোহন সুন্দর বাঁশি
তাইতো ছুটে আসি।
ঝরা ফুলের হাসি
আজ বিসর্জনের কালো দিবস
তোমার মুখে হাজার আলোর হাসি
ভালোবাসা হয়নি বাসি!
ঝরা ফুলের হাসি
ওগো প্রিয় এখনও ভালোবাসি
জীবনের ক্যানভাসে আঁকা শেষ
একটু তোমার পাশে বসি।