সাগর বেলায় প্রথম আলো
উজল চোখের হাসি ভাল।
লাজুক লতা মুখানি তোমার,
দেখে, বীণা বাজায় ভ্রমর ।
বালুকা বেলায় এলো কেশে
উছল হল মনের আগল ।
মেঘের কোলে বাদল বেশে
আকাশে তুষার মেঘ ধবল ।
বিজলী আলোর অট্টহাস্য
কবির ভাষায় কাব্য ভাস্য।
বেহাগ রাগে বাজে বাঁশি
হৃদয় আমার ওঠে নাচি ।
বিজলী দোলে বৃন্ত শাখে
কাশের বনে জোছনা শোভে।
হিল্লোল জাগে বনে বনে
বেহাগ রাগে বোল তানে ।