জীবন মানে স্বপ্ন নিয়ে শুধুই বেঁচে থাকা
সময়ের স্মৃতিপটে কল্পের জাল বোনা,
দুখের নায়ে চড়ে সুখের সমুদ্রে ভেসে চলা
নানান রঙের স্মৃতির মিলন মেলা।
ভাটার গভীর টানে ভেসে যায় তরী
সাত সমুদ্র তেরো নদীর পাড়,
উত্তাল তরঙ্গ মাঝে জীবনের ওঠা নামা
এই বুঝি নিয়তির চরম আধার।
একূল ওকূল ভেসে চলে জীবন
বিষন্ন রক্তাক্ত স্রোতের মেলায়,
নতুন জীবনের সূর্য দেখার আশায়
জীবন ছুটে চলে মোহনায়।