জীবনের সংকলন আবদ্ধ
উড়ন্ত পাখির ক্লান্ত ডানায় !
মরা রজনীগন্ধার ঘ্রাণে বিলয় ভিখারি গোধূলি l
সীমাহীন কালের গহ্বরে সঞ্চিত হয়
অভিশপ্ত নিঃশ্বাসের স্তূপ l
নিজেকে হারিয়ে ফেলেছি সমস্যায় জর্জরিত
গহীন রাতের আঁধারে l
গ্রহণ কালেও তোমার প্রতিচ্ছবির অপেক্ষা করি চাঁদের মুখে !
দূরে কুয়াশায় ওঠে বেহাগের সুর,
জোনাকির আলো পথ দেখায় অমীমাংসিত লক্ষ্যের l
ক্রমাগত ঘোলাটে হয়ে আসে অপসৃয়মান ছায়া l
খোলা জানালার কার্নিশ বেয়ে পুরোনো রোদ্দুর,
শঙ্খচিলের ডানায় ভর দিয়ে স্মৃতির আনাগোনা l
নিটোল ছান্দিক দেহের ওপর লকলকে জিব,
স্নিগ্ধবৃত্তে চোখল দুর্বৃত্ত শক্ত হাঁটু গেড়েছে l
অনতিদূরে স্বার্থ-সিদ্ধির নেশায়
উদ্ধত -উন্মাদ জীবন ও মানবতা l
ভালোবাসা এখন বেহায়া মানুষের দখলে l
আলো-আঁধারী ঘন কুয়াশার বনে নীরবে -নিভৃতে
অশ্রু জল আড়াল করে হৃদয় l
শরীরের যন্ত্রণায় রক্তের প্রবল ঢেউ
ভেসে গেছে অকূল পাথারে l
আমি আজও খুঁজি আদর্শ জীবন গড়ার
নিরঙ্কুশ শান্তির বাণী !